পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ | pani unnoyon board job circular 2025 | Biddabari

Job Circular Image

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৬৮ পদে পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ | pani unnoyon board job circular 2025 প্রকাশিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ | pani unnoyon board job circular 2025 বিজ্ঞপ্তিতে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট(১৬ গ্রেড) পদে ৪৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকল প্রার্থীর বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি./সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ | pani unnoyon board job circular 2025 বিজ্ঞপ্তি এর তথ্য অনুযায়ী নির্মাণ কাজে অন্যূন ০১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: 

1.      ১১-২০তম গ্রেডের চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান  বিশেষ দিকনির্দেশনা!

2.      স্বল্প সময়ে ১১ থেকে ২০ তম গ্রেডের যেভাবে প্রস্তুতি নিলে একটি চাকরি নিশ্চিত হবে !! [BY1] 

প্রস্তুতির জন্য দেখুন: 

·         11-20th Grade Gold Live Batch

 

পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ | pani unnoyon board job circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

·         পদসংখ্যা: ৪৬৮টি।

·         আবেদনের সময়সীমা:  ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল ০৪:০০ ঘটিকা পর্যন্ত 

·         আবেদনের বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে প্রার্থীর বয়স ৩২ বছর।

·         আবেদন ফি পদ অনুসারে ৫৬-১৬৮ টাকা।

·         আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১০০/- (একশত) টাকা Payment করতে হবে। পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে।

·         আবেদনের প্রক্রিয়া:  অনলাইনে এই লিঙ্কে jobs.bwdb.gov.bd প্রবেশ করে আবেদন করতে হবে।

আরও দেখুন:  ১১-২০তম গ্রেড চাকরি প্রস্তুতিতে বাছাইকৃত প্রশ্নের সমাধান

এই চাকরির বিবরণ

পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ | pani unnoyon board job circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

১। আবেদন দাখিলের শেষ তারিখঃ ১৮/০৯/২০২৫ খ্রিঃ, বৃহস্পতিবার (বিকাল :০০ ঘটিকা পর্যন্ত)

২। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৩। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online- আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১০০/- (একশত) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো' Online Recruitment Portal (jobs.bwdb.gov.bd) login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal- পাওয়া যাবে। নির্ধারিত তারিখ সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।

৪। Online- আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা যে কোন পর্যায়ে কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে; এমনকি চাকুরী হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবো' কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

আরও দেখুন:  .      স্বল্প সময়ে ১১ থেকে ২০ তম গ্রেডের যেভাবে প্রস্তুতি নিলে একটি চাকরি নিশ্চিত হবে !!

পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ | pani unnoyon board job circular 2025 এর সাধারণ নির্দেশাবলী:

১। Online-এ আবেদনপত্র পুরণ/দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমাঃ

১৮/০৯/২০২৫ খ্রিঃ, বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেয়া যাবে। প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য। Appeared/চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনক্রমেই আবেদন করার যোগ্য নন।

২। বয়সসীমাঃ

০১/০৮/২০২৫ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি./সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩। লিখিত পরীক্ষা প্রবেশপত্রঃ

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ সময় যথাসময়ে বাপাউবো' ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

8 মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাঃ

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ সময়সূচী যথাসময়ে বাপাউবো' ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

৫। প্রার্থীর ছবিঃ

প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙ্গিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোন কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখ মন্ডল সম্বলিত রঙ্গিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, সদ্য তোলা রঙ্গিন ছবি ব্যতিত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

আরও দেখুন:   স্বল্প সময়ে ১১ থেকে ২০ তম গ্রেডের যেভাবে প্রস্তুতি নিলে একটি চাকরি নিশ্চিত হবে !!

৬। ডকুমেন্ট দাখিল সংক্রান্তঃ

আবেদনের সময় অন-লাইনে কোন প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় "প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা" কলামে উল্লিখিত সনদপত্র-নম্বরপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। তাছাড়া, জাতীয় পরিচয় পত্র (NID), নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়াও, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে।

৭। ছাড়পত্র/অনাপত্তিপত্র সংক্রান্তঃ

সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সীল, স্বাক্ষর তারিখ সম্বলিত অনাপত্তিপত্র গ্রহণ করার পর Online-এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত অনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৮। একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী login করে আবেদন না করার পরামর্শ দেয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল Payment সংক্রান্ত কোন জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৯। শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম (Payment সহ) সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে। প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার-০২-২২২২৩০৩০৩ তে যোগাযোগ করা যেতে পারে।